বন্ধ হতে চলেছে গুগলের একটি জনপ্রিয় অ্য়াপ। ওই অ্য়াপটির নাম Google Play Movies and TV। এই অ্য়াপটি গুগল টিভি অ্য়াপের সঙ্গে সংযুক্ত করা হচ্ছে। তবে Google TV-র মাধ্যমে ওই অ্য়াপের কন্টেন্ট দেখা যাবে। ইতিমধ্য়ে একাধিক প্ল্যাটফর্ম থেকে Google Play Movies and TV অ্য়াপটিকে সরিয়ে দিতে শুরু করেছে বিশ্বের টেক জায়েন্ট Google।
নতুন বছরের জানুয়ারি মাস থেকে পুরনো ওই অ্য়াপটি ব্যবহার করতে পারবেন না ব্যবহারকারীরা। গুগলের তরফে জানানো হয়েছে অনেক ব্যবহারকারী ইতিমধ্যে পুরনো ওই অ্য়াপে একাধিক সিনেমা সেভ করে রেখেছেন। সেক্ষেত্রে এবার থেকে Youtube এর শপ অপশন থেকে ওই কন্টেন্ট অ্য়াকসেস করতে পারবেন।
Youtube শপ অপশন থেকে সিনেমা ভাড়া নিতে পারবেন ইউজাররা। তারজন্য সিনেমা পিছু ভাড়া গুনতে হবে ব্যবহারকারীদের। এর ফলে অ্যান্ডরয়েড টিভি থেকে যাঁরা Google Play Movies অ্য়াকসেস করতেন তাঁদের আরও সুবিধা হবে।