মঙ্গলবার ফের সিজিও কমপ্লেক্সে এলেন গোপাল দলপতি (Gopal Dalpati)। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে এদিন ইডি দফতরে হাজিরা দেন তিনি। গত ৩১ জানুয়ারি ইডির দফতরে(CGO Complex) হাজিরার সময় তাঁর কাছে কিছু নথি চেয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সেই সমস্ত নথি নিয়ে মঙ্গলবার সন্ধে নাগাদ ইডি দফতরে হাজিরা দেন গোপাল(Gopal Dalpati in CGO Complex)।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত যত এগিয়েছে, ততই দুর্নীতির হিমশৈলের সন্ধান পেয়েছে ইডি(ED on SSC Scam)। তাপস মন্ডল, তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষকে জেরা করতেই সামনে আসে গোপাল দলপতির নাম। তারপর থেকেই কেন্দ্রীয় গোয়েন্দাদের রাডারে রয়েছেন গোপাল।
আরও পড়ুন- Sraddha Walkar Murder update: শ্রদ্ধাকে খুন করে চিকেন রোল অর্ডার আফতাবের, ২ বোতল হারপিকেই রক্ত সাফ
ইডি সূত্রে খবর, গোপাল এবং অভিযুক্ত কুন্তল ঘোষের(Kuntal Ghosh on SSC Scam) মধ্যে লেনদেন সম্পর্কিত যাবতীয় তথ্য খতিয়ে দেখছেন গোয়েন্দারা।