২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার ফল (West Bengal Madhyamik Results 2022) শুক্রবার প্রকাশিত হয়েছে। ফল প্রকাশের পর দেখা গিয়েছে যে, এবছর পাশের হারে ছেলেদের তুলনায় মেয়েরা পিছিয়ে পড়েছে।
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩। তাদের মধ্যে ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৫৯ জন এবং ছাত্রী ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪। অর্থাৎ পরীক্ষার্থীদের মধ্যে ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা ছিল বেশি। সেই পরিমাণটা ছিল প্রায় ১১ শতাংশ। কিন্তু মেয়েদের সংখ্যা বেশি হলেও ফল প্রকাশের পর দেখা যায় পাশের হারে মেয়েরা ছেলেদের থেকে এবার পিছিয়ে। ছেলেদের পাশের হার ৮৬.৬ শতাংশ কিন্তু মেয়েদের পাশের হার ৮৫ শতাংশ।
এবছর মাধ্য়মিকে পাশ করেছে ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন। পাশের হার ৮৬.৬ শতাংশ। পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। ওই জেলায় পাশের হার ৯৭.৬৩ শতাংশ। এছাড়া কালিম্পংয়ে ৯৪.৭১, পশ্চিম মেদিনীপুরে ৯৪.৬২ এবং কলকাতায় পাশের হার ৯৪.৩৬ শতাংশ। উত্তর ২৪ পরগনায় পাশের হার ৯১.৯৮ শতাংশ, দক্ষিণ ২৪ পরগনায় ৮৯.০৮ শতাংশ এবং ঝাড়গ্রামে পাশের হার ৯২.৫৯ শতাংশ। কোনও পরীক্ষার্থীর ফলাফল অসম্পূর্ণ নেই।