পড়ুয়াদের আন্দোলনের চাপে ১৬দিন পর খুলে গেল বিশ্বভারতীর(Viswa Bharati University) সেন্ট্রাল অফিস এবং সেন্ট্রাল লাইব্রেরী। সোমবার সকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি, হোস্টেল(Student's Hostel) খুলতেও নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
তবে হোস্টেল খোলার নির্দেশ দেওয়া হলেও পড়ুয়াদের(Students) বাকি দুটি দাবি এখনও পূরণ হয়নি। ফলে আগেই পরীক্ষা বয়কটের(Exam Boycott) ডাক দেন ছাত্রছাত্রীরা। আন্দোলনকারীরা(Protesters) সোমবার সকাল থেকেই বিভিন্ন ভবনে গিয়ে বিক্ষোভ(Agitation) দেখান।
আরও পড়ুন- Jhalda Murder: ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনে মৃতের দাদাকে আটক করল পুলিশ
উল্লেখ্য, একটানা ১৬দিনে পা দিল বিশ্বভারতীর আন্দোলন(Protest at Viswa Bharati University)। এখনও অচলাবস্থা কাটেনি বিশ্ববিদ্যালয়ে। এর মধ্যেই সোমবার বিশ্বভারতী জুড়ে ধর্মঘটের(Strike) ডাক দিয়েছেন পড়ুয়ারা।