‘হইহুল্লোড়ের দরকার নেই, গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) জিন্দাবাদ’, বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার বাবু ঘাট থেকে গঙ্গাসাগর মেলার সূচনা করেন মুখ্যমন্ত্রী।
সেই অনুষ্ঠান থেকেই তিনি অনুরোধ করে বলেন, মেলা হোক, তবে সমস্ত কোভিড-বিধি (Covid restrictions) মেনেই তা করুন। তাঁর কথায়, ‘ছোট করে করুন, মন থেকে করুন। বেশি হইহুল্লোড়ের দরকার নেই।‘
গঙ্গাসাগরের পুণ্যার্থীদের জন্য রাজ্য সরকার ৫ লক্ষ টাকার বিমার ব্যবস্থা করেছে বলে জানান মুখ্যমন্ত্রী।
রাজ্য ও দেশজুড়ে ভয়ঙ্কর গতিতে রীতিমতো লাফিয়ে বাড়ছে কোভিড। অন্যদিকে, জনস্বার্থ মামলায় হাইকোর্টও গঙ্গাসাগর মেলায় যাওয়ার ক্ষেত্রে বিধি কড়া করেছে। সেই কথাও মনে করিয়ে দেন তৃণমূলনেত্রী। তিনি বলেন, ‘ওমিক্রন এখন ঘরে ঘরে। এর আগে এতটা কখনও ছড়ায়নি। সবাই খুব সতর্ক থাকুন। কোভিড বিধি মেনে যা করা উচিত তাই করুন।‘
‘গঙ্গাসাগর জিন্দাবাদ’ বলে আউটট্রাম ঘাটের অনুষ্ঠানের বক্তৃতা শেষ করেন মুখ্যমন্ত্রী।