ডিভিসি জল ছাড়ার জন্য বানভাসি দক্ষিণবঙ্গে ১০ জেলা। নতুন করে এবার প্রভাবিত হচ্ছে মুর্শিদাবাদ। জেলা প্রশাসন সূত্রে খবর, বাড়ছে ফরাক্কার জল। তার জেরে ভাঙনের মুখে সামসেরগঞ্জের একাধিক গ্রাম। ইতিমধ্যেই, গ্রাম থেকে সরানো হয়েছে বহু মানুষকে। মাইকিং করছে জেলা প্রশাসনের কর্মীরা।
মূলত, রবিবার বিকেল থেকেই ফুঁসছে শুরু করেছে গঙ্গা। তার জেরে ভাঙন দেখা যায় প্রতাপগঞ্জ এলাকায়। স্থানীয় পঞ্চায়েতের লোহারপুর গ্রামের কয়েকশো মিটার এলাকায় নতুন করে গঙ্গায় তলিয়ে গিয়েছে। জেলা প্রশাসন সূত্রে দাবি, বিপদসীমায় বইছে গঙ্গা।
এলাকায় রয়েছেন ব্লক প্রশাসনের কর্মী। ওই এলাকায় থাকা দুর্গতদের ইতিমধ্যে দূরে সরানোর কাজ শুরু হয়ে গিয়েছে। বাসিন্দাদের অভিযোগ, ফি বছর তাঁদের ভিটে ছাড়া হতে হচ্ছে। কিন্তু কোনও ভ্রুক্ষেপ নেই সরকারের। রবিবার রাত থেকেই লোহারপুরের অনেক বাসিন্দাই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন। যাঁরা রয়েছেন, তাঁদের আশ্রয় এখন খোলা আকাশের নীচে। ত্রাণ যাচ্ছে এলাকায়।