গঙ্গাভাঙনের কবলে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের মহেশটোলা গ্রাম। তার জেরে ভাঙছে একাধিক স্কুল ও বাড়ি। দিশেহারা হয়ে অন্যত্র চলে যাচ্ছেন গ্রামবাসীরা।
প্রতিবছরই গঙ্গা ভাঙনের ভয়াবহ রূপ নেয় মুর্শিদাবাদের একাধিক এলাকা। এবারও গঙ্গায় তলিয়ে যেতে দেখা যাচ্ছে বিঘের বিঘে চাষযোগ্য জমি, গ্রাম সংলগ্ন বাগান সহ গ্রামের অধিকাংশ বাড়ি। এককথায় সর্বহারা হয়ে ইতিমধ্যে গ্রাম ছেড়ে অন্যত্র সরে পড়ছেন গ্রামবাসীরা।
গ্রামবাসীদের অভিযোগ, বিগত বেশ কয়েক বছর ধরে এরকম ভাঙন শুরু হয়েছে। কিন্তু তা প্রতিরোধের জন্য এখনও পর্যন্ত কোনও সঠিক পদক্ষেপ গ্রহণ করা হয়নি প্রশাসনের তরফে।
জানা গিয়েছে ওই এলাকার ভাঙন প্রতিরোধের জন্য ইতিমধ্যেই ১০০ কোটি টাকা বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সেই টাকার কোনো হদিস পাওয়া যায়নি এখনও পর্যন্ত বলে অভিযোগ গ্রামবাসীর।