HS Result 2024: প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, দেখুন পূর্ণাঙ্গ তালিকা

Updated : May 08, 2024 14:46
|
Editorji News Desk

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল। মেধা তালিকা ঘোষণা করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। চলতি বছরের পাশের হার প্রায় ৯০ শতাংশ। দেখে নিন মেধাতালিকার পূর্ণাঙ্গ তালিকা-

  • প্রথম হয়েছেন আলিপুরদুয়ারের ম্যাক উইলিয়ম হাইস্কুলের ছাত্র অভীক দাস। তাঁর প্রাপ্ত নম্বর ৯৯. ২ শতাংশ 
  • দ্বিতীয় হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র সৌম্যদীপ সাহা। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৫। 
  • তৃতীয় হয়েছেন মালদা রামকৃষ্ণ বিবেকানন্দ স্কুলের ছাত্র অভিষেক গুপ্তা। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৪। 
  • চতুর্থ স্থানে রয়েছেন প্রতীচী রায় তালুকদার। কোচবিহার সুনীতি অ্য়াকাদেমীর ছাত্র তিনি। এবং চন্দননগরের কৃ্ষ্ণভাবিনী স্কুলের স্নেহা ঘোষ। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯৩। 
  • পঞ্চম স্থানে রয়েছেন মোট ৭ জন। তাঁদের প্রত্যেকের নম্বর ৪৯২। তাঁরা হলেন কাঁথি হাইস্কুলের সায়ন্তন মাইতি। বাঁকুড়ার সুস্বাতী কুণ্ডু, মালদহের সুপ্তথিতা সরকার, স্কটিসচার্চ কলেজিয়েট স্কুলের সৌনক কর, শান্তিনিকেতনে সানন্দা রায়। রয়েছে বাঁকুড়ার অঙ্কিত পাল, মালদা রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যাপীঠের পড়ুয়া অর্নব কর। 
  • ষষ্ঠ স্থানে রয়েছেন চারজন। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯১। হুগলির মাহেশ রামকৃষ্ণ মিশনের রুদ্র দত্ত। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পড়ুয়া নিলয় চট্টোপাধ্যায়,কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির মনুশ্রী চন্দ, হুগলি কলেজিয়েট স্কুলের অভ্রকিশোর ভট্টাচার্য।
  • সপ্তম স্থানে রয়েছেন ৫ জন। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯০। বাঁকুড়া গভর্নমেন্ট জেলা স্কুলের ছাত্র সৌমিক ধবল। হুগলি কলেজিয়েট স্কুলের ছাত্র ঋতব্রত দাস, সিমলিপাল মদনমোহন হাই স্কুলের ছাত্র বিদিশা সন্নিগ্রাহী, রায়গঞ্জ করোনেশান হাই স্কুলের ছাত্র অঙ্কিতা সরকার এবং আরামবাগ হাই স্কুলের ছাত্র মহম্মদ শাহিদ। 

  • অষ্টম স্থানে রয়েছেন কলকাতার হিন্দু স্কুলের ছাত্র অর্ঘদীপ দত্ত। প্রাপ্ত নম্বর ৪৮৯। এছাড়াও রয়েছেন, মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ের পড়ুয়া অস্মিত কুমার মুখোপাধ্যায়, আরামবাগ হাই স্কুলের ছাত্র সোমশুভ্র কর্মকার, বাঁকুড়া ভেদুয়াশোল হাই স্কুলের ছাত্র রুমা কোনার, মুর্শিদাবাদ গোয়ালযান রিফিউজি হাই স্কুলের ছাত্র কৌশিক ঘোষ, বাঁকুড়া বির্বদ সচ্চিদানন্দ বিদ্যাপীঠের ছাত্র সিঞ্চন দত্ত। 
     
  • নবম স্থানে রয়েছেন মোট সাত জন। তাঁরা হলেন, আলিপুরদুয়ারের অণ্বেশা দত্ত, পৃথা দত্ত, চন্দ্ননগরের অহন চক্রবর্তী, রহড়া রামকৃষ্ণ মিশনের কুশল ঘোষ, নদীয়া তেহট্টের আদিত্য় বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অর্ক সাহা। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৮৮।
  • দশম স্থানে রয়েছেন-  বেগমপুরের বাসিন্দা বৃষ্টি দত্ত, কলকাতা পাথফাইন্ডার ইনস্টিটিউটের ছাত্রী তন্নিষ্ঠা দাস এবং কাটোয়ার বাসিন্দা অন্তরা সেন। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৮৭।
HS Result 2024

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর