কুয়াশার সঙ্গে মেঘলা। তার জেরে বীরভূমে পথ দুর্ঘটনা। ঘটনায় চার মহিলার মৃত্যু হয়েছে। তাঁরা প্রত্যেকেই শ্রমিক বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে তিন মহিলাকে পিষে দিয়ে পালিয়েছে একটি ট্রাক। বাকি একজনের মৃত্যু হয়েছে হাসপাতালে।
পুলিশ জানিয়েছে, এদিন ভোরে মাঠে ধান কাটবেন বলে রামপুরহাটের চিতুরি থেকে বেরিয়ে ছিলেন শ্রমিকরা। একটি গাড়িতে ১৫ জন মিলে মাড়গ্রাম যাচ্ছিলেন। ট্রাকটি আসছিল মল্লারপুরের দিক থেকে। কিন্তু দৃশ্যমানতা কম থাকার কারণে, শ্রমিকদের গাড়িতে ধাক্কা মারে ট্রাকটি। চার মহিলা রাস্তায় ছিটকে পড়লে, তাঁদের তিনজনকে পিষে দিয়ে পালায় লরি।
ঘটনাস্থলেই প্রাণ হারান রাসমনি সর্দার, লীলা লেট এবং রাখি সর্দার। এই ঘটনায় ১১ জন আহত হয়েছেন। তাঁদের রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জাতীয় সড়কের উপর ভ্যান চলাচল নিষিদ্ধ। তবুও ভোরবেলা নিরাপত্তার ফাঁক গলে জাতীয় সড়কের উপর দিয়েই মাড়গ্রাম যাচ্ছিল এই ভ্যান।