পঞ্চায়েত নির্বাচনের পর রাজ্যের সন্ত্রাস কবলিত এলাকা পরিদর্শনে রাজ্যে আসছে চার সদস্যের বিশেষ প্রতিনিধি দল। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ওই কমিটি গঠন করেছেন। তবে কবে নাগাদ তারা আসবে সেবিষয়ে নির্দিষ্ট করে কোনও খবর পাওয়া যায়নি। ইতিমধ্যে পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়ার জন্য নাড্ডাকে ধন্য়বাদ জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব থেকেই হিংসার অভিযোগ তুলছেন বিরোধীরা। মৃতের সংখ্যাও ৩০ ছাড়িয়েছে। জানা গিয়েছে যে সব জায়গায় হিংসা এবং খুনের অভিযোগ রয়েছে সেই সব এলাকা ঘুরে দেখবে চার সদস্যের ওই প্রতিনিধি দল।
বিজেপি সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, বিজেপি সাংসদ সত্যপাল সিং, রাজদীপ রায় এবং বিজেপির জাতীয় সহ সভাপতি রেখা বর্মা ওই কমিটিতে থাকবেন। শুধু পঞ্চায়েত নির্বাচনই নয়, এর আগে ২০২১ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পরে বিশেষ টিম পাঠিয়েছিল বিজেপি। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সব সন্ত্রাস কবলিত এলাকায় ঘুরে দেখেছিলেন টিমের সদস্যরা।
বিজেপির ধারণা, ফল বের হওয়ার পর সন্ত্রাস আরও বাড়তে পারে। বিজেপি কর্মীদের অনেকেই ঘরছাড়া হতে পারে। সেকারণেই পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের মধ্যে থাকে সেকারণে বিশেষ প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।