প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ram nath Kovind) বাংলায় এসেছেন পরিবারের সঙ্গে। রবিবার প্রাক্তন রাষ্ট্রপতি সপরিবারে ঘুরে দেখলেন বেলুড় মঠ। রবিবার সন্ধ্যায় তিনি মঠে যেতেই মঠের সন্ন্যাসী ও মহারাজরা অভ্যর্থনা জানান। তাঁর হাতে তুলে দেওয়া হয় পুষ্পস্তবক। এরপর বেশ কিছুটা সময় মঠের শান্ত পরিবেশ উপভোগ করেন রাষ্ট্রপতি। প্রণাম করেন রামকৃষ্ণ দেবকে, উপভোগ করেন সন্ধ্যা আরতি। সবেশেষে ৭টা ৫৫ মিনিটে বেলুড় মঠ থেকে বেরিয়ে যান তিনি। তিন দিনের ব্যক্তিগত সফরে রাজ্যে এসেছেন প্রাক্তন রাষ্ট্রপতি।
Egg Manufacture: ডিম উৎপাদনে এগিয়ে বাংলা, এমনকি ভিন রাজ্যে রফতানির কথা ভাবছে রাজ্য
এর আগে রবিবার বিকেলে তিনি হাওড়ায় সংস্কৃত সাহিত্য সমাজের এক জাতীয় আলোচনা চক্রের উদ্বোধন করেন, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।