প্রয়াত সিপিএমের প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়া। তিনি বাঁকুড়ার প্রাক্তন সাংসদ এবং রেলওয়ে স্ট্যান্ডিং কমিটির প্রাক্তন চেয়ারম্যানও ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। সোমবার দুপুরে নিজের বাড়িতেই মৃত্যু হয় তাঁর। তিনি বাঁকুড়ার ৯ বারের সাংসদ ছিলেন।
সিপিএমের কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য ছিলেন বাসুদেব আচারিয়া। পরিবার ও দলের তরফে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। একাধিক শারীরিক সমস্যা দেখা দিয়েছিল।
১৯৪২ সালের ১১ জুলাই পুরুলিয়ার জন্মগ্রহণ করেন বাসুদেব। ছাত্র বয়স থেকেই রাজনীতিতে হাতিখড়ি। আদিবাসী একাধিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
উল্লেখ্য গতবছর সেপ্টেম্বর মাসে আসানসোল জেলা গ্রন্থাগার সংলগ্ন সংহতি মঞ্চে একটি ভারতীয় জীবনবীমা নিগমের এজেন্টের সম্মেলনে গিয়েছিলেন। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তখন থেকেই একপ্রকার বাড়িতেই থাকতেন বাসুদেব আচারিয়া। অসুস্থতার জন্য সক্রিয় রাজনীতি থেকেও অনেকটাই দূরে ছিলেন ওই বর্ষীয়ান CPIM নেতা।