সন্দেশখালিতে অশান্তি পাকানোর অভিযোগে আটক CPIM এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার। রবিবার সকালে তাঁকে আটক করে বাঁশদ্রোণী থানায় নিয়ে যাওয়া হয়েছে।
সন্দেশখালির প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার সহ মোট ১১৭ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে শিবু হাজরাকে খুনের চেষ্টা, বিক্ষোভে উস্কানি দেওয়া, অশান্তি তৈরির চেষ্টা সহ একাধিক মামলা দায়ের করা হয়েছিল বলে সূত্রের খবর। এদিকে থানায় গিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন বাম কর্মী ও সমর্থকরা।
রবিবার BJP-র মহিলা মোর্চার তরফেও একাধিক থানায় বিক্ষোভ দেখানো হচ্ছে। আসানসোলে GT রোড অবরোধ করে তারা। টায়ার পুড়িয়ে বিক্ষোভে সামিল হয়েছেন কর্মী ও সমর্থকরা।
এদিকে শনিবারই গ্রেফতার করা হয়েছে উত্তম সর্দারকে। যদিও এখনও অধরা শেখ শাহজাহান এবং শিবু হাজরা। কেন তাঁরা এখনও অধরা সেবিষয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।