গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। জানা গিয়েছে, রক্তে অক্সিজেনের মাত্রা কম রয়েছে। আপাতত আই সি ইউতে রাখা হয়েছে তাঁকে।
জানা গিয়েছে, পাম অ্য়াভিনিউয়ের বাড়িতেই ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। শনিবার হঠাৎই অসুস্থতা বোধ করেন তিনি। সঙ্গে সঙ্গে ভর্তি করা হয় তাঁকে। তাঁর শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে বলে খবর।
এরপর দ্রুত হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়। গ্রিন করিডর তৈরি করে পুলিশের পাইলট দিয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে আনা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। তাঁর সঙ্গে হাসপাতালে রয়েছেন স্ত্রী মীরা ভট্টচার্য এবং সুচেতনা ভট্টাচার্য।