Cow Smuggling Case : দীর্ঘ আট ঘণ্টা জেরা, গরুপাচার কাণ্ডে ইডির জালে প্রাক্তন বিএসএফ কর্তা সতীশ কুমার

Updated : Apr 23, 2022 15:26
|
Editorji News Desk

গরু পাচার কাণ্ডে (Cow Smuggling Case) গ্রেফতার বিএসএফ-এর প্রাক্তন কমান্ড্যান্ট সতীশ কুমার (Satish Kumar) । প্রাক্তন এই বিএসএফ কর্তার বিরুদ্ধে গরু পাচারকারীদের থেকে ১২ কোটি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে । তাঁকে দীর্ঘ আট ঘণ্টা জেরা করে ইডি (ED) । এরপরই তাঁকে গ্রেফতার করা হয় ।

ইডি সূত্রে খবর, শুক্রবার গভীর রাত পর্যন্ত সতীশ কুমারকে জেরা করেন ইডির আধিকারিকরা । তাঁর বয়ানে সন্তুষ্ট ছিলেন না তাঁরা । তাছাড়া, বয়ানে অসঙ্গতিও ছিল বলে জানা গিয়েছে । এরপরেই তাঁকে গ্রেফতারের সিদ্ধান্ত নেন ইডি আধিকারিকরা । প্রসঙ্গত, এর আগেও একবার তাঁকে গ্রেফতার করা হয়েছিল । তবে, সেইসময় শর্তসাপেক্ষে জামিন পেয়ে যান তিনি । এদিন দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে তোলার কথা রয়েছে গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত সতীশ কুমারকে । তাঁকে আরও জেরা করার জন্য হেফাজতে চাইবে ইডি । খবর এমনই ।

আরও পড়ুন, Uttar Pradesh News : ফের উত্তরপ্রদেশ, একই পরিবারের পাঁচ সদস্যকে কুপিয়ে খুনের অভিযোগ
 

২০১৫ সালের ডিসেম্বর মাস থেকে ২০১৭ মার্চ পর্যন্ত মালদা এবং মুর্শিদাবাদে সীমান্তরক্ষী বাহিনীর ৬টি ইউনিটের দায়িত্বে ছিলেন সতীশ কুমার। সেই সময় তিনি মালদার ৩৬ নম্বর ব্যাটালিয়নের কমান্ডান্ট ছিলেন । অভিযোগ, সেইসময় গরু পাচারকারীর মাথার সঙ্গে যোগ ছিল তাঁর ।

গরু পাচার কাণ্ডে তদন্তে নেমে একাধিক হেভিওয়েটের নাম উঠে এসেছে ইডি-র হাতে । ইতিমধ্যে তাঁদের জেরাও করা হয়েছে । সেই তালিকায় রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরার নাম । তবে এই গরু পাচার কাণ্ডে প্রথম কোনও রাঘববোয়ালকে গ্রেফতার করল ইডি । বিএসএফ কর্তাকে জেরা করে আরও বেশ কয়েকটি নাম সামনে আসবে বলে মনে করেন ইডি’‌র আধিকারিকরা ।

cow smugglingEDSatish KumarBSF

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর