কয়েকটি বাঁশের উপর ত্রিপল বিছিয়ে ছাউনি। তার নিচে বাজির সাম্রাজ্য। স্টোনচিপস, বাজির গুড়োর মশলা, অ্যালুমিনিয়াম পাউডার, কাগজের মোড়ক। সামান্য আগুনের সংস্পর্শে আসলেই আগুন। দত্তপুকুরে বিস্ফোরণস্থলের পিছনের বাঁশবাগানে ঘটনার একদিন পরই এই ছবি দেখা গেল। সূত্রের খবর এই বাগান থেকেই নমূনা সংগ্রহ করেছে ফরেনসিক দল।
বাঁশবাগানে ছাউনি খাটিয়ে বাজি তৈরি হত, তা নিয়ে সন্দেহ নেই। কাঁচামাল কোথায় নিয়ে আসা হত। কে জোগান দিত, সোমবার দত্তপুকুরে এসে খতিয়ে দেখল ফরেনসিক দল। বাঁশবাগানে বাজির মশলা, বোমা তৈরির কাজে ব্যবহৃত হত কিনা, তাও খতিয়ে দেখা হবে।
আরও পড়ুন: দত্তপুকুর বিস্ফোরণ-কাণ্ডে সাসপেন্ড নীলগঞ্জের ওসি, এফআইআরে আইএসএফ নেতার নাম