স্পেন ও দুবাই সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিদেশমন্ত্রক (Foreign Ministry) এই সফরে এবার মুখ্যমন্ত্রীকে অনুমতি দিয়েছে। বৃহস্পতি ও শুক্রবার মুম্বইয়ে বিরোধী জোট INDIA-এর বৈঠকরে জন্য মুম্বই আছেন মুখ্যমন্ত্রী। বুধবার রাতে কেন্দ্রীয় সরকারের তরফে অনুমতিপত্র পেয়েছে নবান্ন (Nabanna)। সফরসূচি অনুযায়ী, আগামী ১২ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী স্পেনের উদ্দেশে রওনা হবেন মুখ্যমন্ত্রী। এরপর দুবাই হয়ে তাঁর কলকাতায় ফেরার কথা ২৩ সেপ্টেম্বর। বাণিজ্য সংক্রান্ত বৈঠক করতেই দুই দেশে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর সফরসূচিতে আছে স্পেনের রাজধানী মাদ্রিদ, বার্সেলোনা। দুই শহরের সঙ্গে বাঙালি ফুটবলপ্রেমীদের আত্মিক যোগ আছে। রিয়েল মাদ্রিদ ও বার্সেলোনার এল ক্লাসিকো এখনও খুবই কাছের। পাশাপাশি আইএসএলে প্রথম দল অ্যাটলেটিকো ডি কলকাতা। তাও মাদ্রিদের ক্লাবের অনুপ্রেরণায়। স্পেন থেকে দুবাই যাবেন মুখ্যমন্ত্রী। দুবাই থেকে কলকাতা ফিরবেন তিনি। মুখ্যমন্ত্রী হিসেবে কেউ বিদেশে গেলে বিদেশমন্ত্রকের অনুমতি নিতে হয়। ভারতের প্রতিনিধি হিসেবেই তিনি স্পেন ও দুবাইয়ে যাবেন। নিরাপত্তায় নিশ্চিত করবে বিদেশমন্ত্রক।
আরও পড়ুন: রাজবংশীদের নিয়ে তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে, টুইটে বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর
মূলত মাঝারি ও বড় শিল্পের উপরই গুরুত্ব দিচ্ছে রাজ্য। নতুন আঙ্গিকে বিনিয়োগ আনতেই এবার দুবাই ও স্পেন যাচ্ছেন মুখ্যমন্ত্রী। বাণিজ্যনগরী মুম্বইয়ে এর আগে বণিকমহলের সঙ্গে বৈঠক করে এসেছেন আর্থিক উপদেষ্টা অমিত মিত্র। নবান্নের আশা, শিল্পায়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রীর স্পেন ও দুবাই সফর আশাপ্রদ হবে।