বুধবার দিনভর প্রবল বৃষ্টিতে ভেসে গিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। পুজোর মুখে একটা দিনও মিলছে না রেহাই। ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বৃহস্পতিবার সকাল থেকেও আকাশের মুখ ভার। প্রবল এই বৃষ্টির জেরে হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের একাধিক জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা রয়েছে।
দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এর জেরে পুজোর আগে বেজায় সমস্যার মুখে পড়েছে ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের।
আজ দিনভর কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে । বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রির আশেপাশে ।
পুজোর মুখে এই দুর্যোগের জেরে বিভিন্ন প্যান্ডেলের কাজও থমকে রয়েছে। প্রভাব পড়ছে পুজোর বাজারেও। মৌসম ভবন কিন্তু বলছে, এবার পুজোর আনন্দ ভেস্তে দিতে পারে বৃষ্টিও।