রানওয়েতে ফাটলের জেরে মঙ্গলবার দুপুরে বাগডোগরা (Bagdogra Airport) বিমানবন্দর থেকে বন্ধ হয়ে গেল বিমান চলাচল।
চার ঘন্টার জন্য বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয় মঙ্গলবার দুপুরে।
মঙ্গলবার সকালের দিকে হালকা বৃষ্টিপাতের ফলে বিমানবন্দরের রানওয়েতে জল জমে যায়, প্রাথমিক ভাবে বিমান চলাচলে কিছুটা সমস্যা হলেও, পরবর্তীতে সেই জল পরিষ্কার করে বিমান চলাচল স্বাভাবিক করা হয়। ঘণ্টা খানেকের মধ্যেই রানওয়েতে ফাটল (crack on the runway) ধরা পড়ে। এর ফলে বিমান চলাচল পুরোপুরি ভাবে বন্ধ রাখা হয়।
বাগডোগরা বিমানবন্দরের তরফে ডিরেক্টর শুভ্রমনি পি জানান, রানওয়েতে ফাটল সারাই করতে বেশ কিছুটা সময় লাগবে।
এর আগে মার্চ মাসের ১৫ তারিখেই রানওয়েতে ফাটলের কারনেই প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকে বাগডোগরা বিমানবন্দর।