লোকাল ট্রেনের পর এবার উড়ানের(Flight) বিধিনিষেধের ক্ষেত্রে সিদ্ধান্ত সামান্য বদল করল রাজ্য সরকার । সপ্তাহে দুদিন নয়, তিনদিন মুম্বই(Mumbai) ও দিল্লি(Delhi) থেকে বিমান আসবে কলকাতা বিমানবন্দরে(Kolkata Airport) । মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে এই নয়া নির্দেশিকা জারি করল নবান্ন ।
করোনা(Corona) পরিস্থিতিতে গত রবিবার রাজ্যে একাধিক বিধিনিষেধ ঘোষণা করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী । তিনি ঘোষণা করেছিলেন, দিল্লি ও মুম্বই থেকে সপ্তাহে দুদিন কলকাতা বিমানবন্দরে নামবে বিমান । সোম ও শুক্র, সপ্তাহে এই দুটি দিন ধার্য করা হয়েছিল । এবার সেই সময়সীমা আরও একদিন বাড়িয়ে দেওয়া হল । রাজ্যের স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা জানিয়ে দিলেন, সোমবার ও শুক্রবারের পাশাপাশি বুধবার কলকাতা বিমানবন্দরে নামতে পারবে দিল্লি ও মুম্বই থেকে আসা বিমান । ৫ জানুয়ারি, বুধবার থেকেই এই নিয়ম কার্যকর হবে ।
রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার থেকে রাজ্যে জারি হয়েছে কড়া বিধিনিষেধ । কলকাতায় ২৫টি মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে । এদিকে, হাওড়া এবং উত্তর ২৪ পরগনার বেশকিছু এলাকাকে এই তালিকাভুক্ত করা হল । এই দুই জেলার ৪১টি এলাকাকে মাইক্রো কনটেনমেন্ট জোন(Micro Containment Zone) ঘোষণা করা হয়েছে ।