বাগুইআটিতে মা-মেয়ের রহস্যমৃত্যু মামলায় পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ । সোমবারই সকালে ফ্ল্যাট থেকে গোপা দেবী ও তাঁর মেয়ে সুদেষ্ণা রায়ের মৃতদেহ উদ্ধার হয় । পুলিশ সূত্রে খবর, মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয় । সেই নোটের ভিত্তিতেই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে । তাঁদের মধ্যে তিনজন জহিরুল গোলদার, আব্দুল্লাহ আল জামান, সুব্রত ধর বিধাননগর পুরনিগমের অস্থায়ী কর্মী । বাকি দু'জন হলেন অটো চালক তপন বোধক ও তাঁর স্ত্রী রূপা বোধক ।
জানা গিয়েছে, গোপাদেবীর বিবাহবিচ্ছেদের মামলা চলছে । তিনি তাঁর মেয়েকে নিয়ে ভাইয়ের ফ্ল্যাটেই থাকতেন । পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে গোপা দেবীর ভাই গৌতম দে বিধাননগর পুরসভার অস্থায়ী কর্মী । তাঁর বিরুদ্ধে বাড়ির মিউটেশন ট্রেড লাইসেন্স করিয়ে দেওয়ার নামে একাধিক ব্যক্তির থেকে বিপুল অঙ্কের টাকা তোলার অভিযোগ রয়েছে । কিন্তু,লাইসেন্স করিয়ে দিতে না পারায় বিধান নগরের অস্থায়ী কর্মীরা চড়াও হন । এক মাসে ৩৫ লক্ষ টাকা দিতে হবে বলে দাবি তোলেন । এমনকী, এই নিয়ে একটি ডিড পেপারে সই করানো হয় গোপাদেবীদের ।
পুলিশ সূত্রে খবর, ওই ঘটনার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন মা গোপাদেবী । সেই অবসাদের জেরেই মেয়েকে নিয়ে আত্মহত্যা গোপাদেবীর ? ঘটনার তদন্ত করছে পুলিশ ।