কলকাতার রাস্তাঘাট যখন বৃষ্টি ভেজা, তখন দার্জিলিঙের ছবিটা কিন্তু সম্পূর্ণ আলাদা । যেদিকেই চোখ যায়, শুধু সাদা আর সাদা । বরফের বৃষ্টিতে জমে রাস্তাঘাট । মরসুমের প্রথম তুষারপাতের দার্জিলিঙের সান্দকফুতে । আর পর্যটকদের কাছে এ যেন এক হঠাৎ পাওয়া আনন্দের মতো । মরসুমের প্রথম তুষারপাত চুটিয়ে উপভোগ করলেন তাঁরা ।
ঘূর্ণাবর্তের জেরে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে দার্জিলিঙে । তবে দুপুরের পর তা থেমে যায় । এরপর বিকেলের পর থেকে নামতে শুরু করে পারদ । দার্জিলিং জেলার সান্দাকফু-সহ চন্দ্রু হ্রদে শুরু হয় তুষারপাত । মুহূর্তের মধ্যেই রাস্তাঘাট, ঘরের চাল থেকে শুরু করে গাছের পাতা...সব বরফের চাদরে মুড়ে যায় । তুষারপাত দেখে উচ্ছ্বাসিত পর্যটকরা । সেই ছবি অনেকে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় ।
ডিসেম্বর পরে গেলেও শীতের দেখা নেই । তার মধ্যেই আবার বৃষ্টির ভ্রুকুটি । মিগজাউমের জেরে বুধবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি । বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বেড়েছে । উত্তরের পার্বত্য অঞ্চল যেমন দার্জিলিং, কালিম্পংয়েও হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে ।