বীরভূমে (Birbhum) পাথর খাদানের কর্মীকে গুলি (Birbhum shootout) করে খুনের অভিযোগ । মৃতের নাম ধানু শেখ । গুলিতে আহত হয়েছেন আরও একজন । তিনি পেশায় শিক্ষক গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । জানা গিয়েছে, সোমবার রাতে দু'জনেই একটি ক্লাবে আড্ডা মারছিলেন । সেখানেই আচমকা এক দুষ্কৃতী তাঁদের লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ । বীরভূমের (Birbhum) মহম্মদবাজার ব্লকের হাবরা পাহাড়ি গ্রামের ঘটনা ।
পুলিশ জানিয়েছে, সোমবার রাত ১১টা নাগাদ এলাকার একটি ক্লাবে বসে আড্ডা দিচ্ছিলেন ধানু শেখ ও ধানা হাঁসদা । সেইসময় হঠাৎ এক ব্যক্তি সাইকেল করে সেখানে আসেন । ক্লাবের সামনে দাঁড়িয়ে খুব কাছ থেকে কয়েক রাউন্ড গুলি চালান । ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ধানুর । গুরুতর আহত হন ধানা । স্থানীয়রাই পুলিশকে খবর দেয় । পুলিশে এসে মৃতদেহ উদ্ধার করে । আহত ব্যক্তিকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয় ।
প্রত্যক্ষদর্শীদের অনুমান, দুষ্কৃতী দু’জনেরই পূর্বপরিচিত । পুলিশের প্রাথমিক অনুমান, ব্যক্তিগত আক্রোশ থেকেও গুলি চালানো হতে পারে । দুষ্কৃতীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ । কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে, সেই বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে ।