বৃহস্পতিবার ভোররাতে কলকাতা বিমানবন্দরে চলল গুলি। ঘটনার জেরে মৃত্যু হয়েছে এক কর্তব্যরত CISF জওয়ানের। ঘটনাটি ঘটেছে, বিমানবন্দরের ৫ নম্বর গেটের কাছে একটি ওয়াচ টাওয়ারে। মৃতের নাম শ্রীবিষ্ণু।
কী ঘটেছে?
জানা গিয়েছে, ওয়াচ টাওয়ারে কর্তব্যরত অবস্থায় ছিলেন শ্রীবিষ্ণু। ভোর ৫টা ১৫ নাগাদ হঠাৎ সেখান থেকে গুলি চালানোর শব্দ শুনতে পান বিমানবন্দরের কর্মীরা। তারপর দ্রুত ওই ওয়াচ টাওয়ারে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই জওয়ান। তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক অনুমাণ, সার্ভিস রিভালভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন শ্রীবিষ্ণু।
Read More- রক্তে ভেসে যাচ্ছে ঘর! এত নিঃশব্দে নৃশংস হত্যা! বিশ্বাস হচ্ছে না পড়শিদের
সূত্রের খবর, এদিকে গুলির আওয়াজ শুনে প্রাথমিকভাবে কিছু বুঝতে না পেরে সতর্ক হয়ে যান বিমানবন্দরের নিরাপত্তাবাহিনী। বহিরাগত কোনও এলাকায় গুলি চলছে বলে ধারণা হয় তাদের। যদিও তারপর ৫ নম্বর গেটের কাছে গিয়ে পুরো বিষয়টি বুঝতে পারে তারা।