আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফের গুলি করে খুনের চেষ্টার অভিযোগ । জানা গিয়েছে, ফ্লোরিডায় গল্ফ ক্লাবে অনুশীলন করছিলেন ট্রাম্প । সেইসময়ই ট্রাম্পের উপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে । যদিও, প্রাক্তন প্রেসিডেন্ট নিরাপদে রয়েছেন । তাঁর সুস্থ থাকার খবর ইমেলে জানিয়েছেন ট্রাম্প নিজেই । আগ্নেয়াস্ত্র-সহ অভিযুক্তকে গ্রেফতার করেছে আমেরিকার সিক্রেট সার্ভিস । ধৃতের নাম রায়ান ওয়েসলি রাউথ । বয়স ৫৮ বছর । উল্লেখ্য, এর আগে পেনসিলভেনিয়ায় ট্রাম্পের সভায় হামলা হয়েছিল । অল্পের জন্য সেবার রক্ষা পান ট্রাম্প ।
রবিবার স্থানীয় সময় দুপুর ২টো নাগাদ ঘটনাটি ঘটে । গল্ফ ক্লাবে যখন অনুশীলন করছিলেন ট্রাম্প, সেইসময় হঠাৎ গুলির শব্দ শোনা যায় । জানা গিয়েছে, ট্রাম্প ও ওই অভিযুক্তের মধ্যে দূরত্ব ছিল ২৭৫ থেকে ৪৫০ মিটারের । অন্তত চারবার গুলি চলেছিল । গুলির শব্দ শুনেই তৎপর হয়ে ওঠেন আমেরিকার সিক্রেট সার্ভিসের কর্তারা । তাঁরা এক প্রৌঢ়কে আগ্নেয়াস্ত্র হাতে ক্লাবের সামনে দেখেন । এরপরই তাকে গ্রেফতার করা হয় ।
ঘটনার পরই ইমেলে ট্রাম্প বার্তা দেন, তিনি নিরাপদে আছেন, সুস্থ রয়েছেন । তাঁর বিরুদ্ধে যে চক্রান্ত চলছে, তার কাছে তিনি মাথা নত করবেন না । হোয়াইট হাউসের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আমেরিকায় রাজনৈতিক হিংসার কোনও জায়গা নেই ।
উল্লেখ্য, জুলাই মাসে পেনসেলভেনিয়ায় নির্বাচনী প্রচারের সময় প্রাক্তন প্রেসিডেন্টের উপর প্রাণঘাতী হামলার অভিযোগ ওঠে। দুষ্কৃতীদের গুলিতে কানে আঘাত পেয়েছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট । প্রাণে বাঁচতে প্রোডিয়ামের উপরেই লুকিয়ে পড়ার চেষ্টা করেছিলেন ট্রাম্প । তাঁকে ঘিরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। প্রোডিয়াম থেকেই প্রাক্তন প্রেসিডেন্টকে কর্ডন করে গাড়িতে তোলা হয়। সেই সময় দেখা যায় তাঁর ডান কান রক্তে ভেসে যাচ্ছে ।ঘটনার পরেই পাল্টা গুলিতে খতম হয়েছে ওই দুই দুষ্কৃতী । চলতি বছর নভেম্বর মাসে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। তার প্রস্তুতি এখন তুঙ্গে। এবারের নির্বাচনে রিপাবলিকান পদপ্রার্থী তিনি ।