পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে বুধবার সকাল থেকেই বিভিন্ন জায়গায় হানা দিয়েছে সিবিআই ও ইডি। সল্টলেকে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরেও হানা দেয় সিবিআই। মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, 'পুরোটাই রাজনীতি চলছে।'
এদিকে পুরসভায় নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ খুলেছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ।