আর মাত্র কিছুদিনের অপেক্ষা। তারপরেই শুরু হবে গঙ্গাসাগর মেলা(Gangasagar Mela 2023)। তার প্রস্তুতি নিয়েই শনিবার বৈঠকে বসলেন মেয়র ফিরহাদ হাকিম(Firhad Hakim)। এদিন কলকাতা পুরসভার(Kolkata Municipal Corporation) বৈঠক তিনি জানান, করোনার প্রকোপ না থাকায় প্রায় ৩০ লক্ষ মানুষ আসতে পারেন গঙ্গাসাগর মেলায়। ফলে সেই বিপুল ভিড় মোকাবিলায় কোমর বেঁধে নামছে কলকাতা পুরসভা(KMC)।
শনিবার কলকাতার মেয়র(Firhad Hakim) জানান, “এখনও পর্যন্ত যে অ্যাডভাইজরি এসেছে, তাতে আমরা ওখানে কোভিড পরীক্ষার ব্যবস্থা রাখছি। মাস্ক ও স্যানিটাইজারের ব্যবস্থাও থাকবে। কিন্তু আর অন্য কোনও বিধি এখনই লাগু করা হচ্ছে না। যদি এর মধ্যে ভারতে আবার কোভিড(BF7 Covid Strain) ধরা পড়ে, তাহলে নিশ্চিতভাবে কেন্দ্রের অ্যাডভাইজরি আসবে, তখন সেই অনুযায়ী আমাদের আবার এখান থেকে গঙ্গাসাগর পর্যন্ত সব বদলে নিতে হবে।” আপাতত গঙ্গাসাগরে একটি কোভিড টেস্ট ক্যাম্প(Covid Test Camp in Gangasagar) রাখা হবে বলেই খবর।
আরও পড়ুন- Chaitali Tiwari: 'তৃণমূলকে খুশি করতেই টানা জেরা', পুলিশি জেরায় স্ত্রী অসুস্থ হতেই ক্ষুব্ধ জিতেন্দ্র
এবারের বিশেষ আকর্ষণ 'সিঙ্গেল টিকিটে গঙ্গাসাগর'। বাবুঘাট থেকে টিকিট কাটলেই একেবারে পৌঁছে যাওয়া যাবে গঙ্গাসাগরে(Gangasagar Mela 2023)। তবে গঙ্গাসাগর মেলায় আগত দর্শনার্থীদের ভিড় সামলাতে প্রশাসন তৈরি বলেও জানান ফিরহাদ(Firhad Hakim)।