কয়েক ঘণ্টা কেটে গেলেও বিকেল ৪ নাগাদও নিয়ন্ত্রণে আসেনি দমদমের ছাতাকল এলাকার আগুন। পরিস্থিতি মোকাবিলায় নামানো হয়েছে দমকলের বিশেষ রোবট। ঘটনাস্থলে রয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু, দমদমের CPIM প্রার্থী সুজন চক্রবর্তী এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়।
Read More- দমদমে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দশটি ইঞ্জিন
দমকল সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় প্রায় শতাধিক বাড়ি ছিল। সবগুলিই প্রায় সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছে। দমকলমন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, আগুন নেভানোর কাজ চলছে। বেশ কিছু জায়গার আগুন ইতিমধ্যে আয়ত্বে আনা সম্ভব হয়েছে। এদিকে পুরো বিষয়টিতে অন্তর্ঘাতের অভিযোগ তুলেছেন এলাকার বাসিন্দারা।
রবিবার সকালে আগুন লাগে দমদমের ছাতাকল এলাকায়। ওই এলাকায় একটি বস্তিতে আগুন লাগে। এদিকে আগুন লাগার পর একাধিক বাড়ি থেকে সিলিন্ডার বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। তার জেরেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।