গিরীশ পার্কে ভয়াবহ আগুন। শুক্রবার সকালে ওই এলাকার একটি বসতবাড়িতে আচমকাই আগুন লেগে যায়। এই ঘটনায় রুক্মিণী যাদব নামক এক মহিলা অগ্নিদগ্ধ হয়েছেন। ইতিমধ্যেই ওই মহিলাকে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গিয়েছে, গিরীশপার্ক এলাকার একটি বাড়ির ভিতর আচমকাই জোরালো শব্দ হয়, তার পরেই দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। খবর পেয়েই দমকলের পাঁচটি ইঞ্জিন দুর্ঘটনাস্থলে পৌঁছোয়। এলাকাটি ঘিঞ্জি হওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ সম্ভব হয়।
কিন্তু ঠিক কী ভাবে আগুন লেগেছে সে বিষয়টি এখনও জানা যায়নি। তবে দমকল সূত্রে খবর, গ্যাস সিলিন্ডার ফেটে এই দুর্ঘটনা ঘটতে পারে। পরিবারের তরফে জানানো হয়েছে, আহত ওই মহিলা দুর্ঘটনার সময় রান্নার জোগাড় করছিলেন।
বৃহস্পতিবার সকালেই শহর কলকাতায় লন্ত একটি মিনি বাসে আগুন লাগে। ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতায় মহাজাতি সদন সংলগ্ন এলাকায়। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায় ওই এলাকায়।
বৃহস্পতিবার সকালে এস ১৮৪ রুটের বাসটি বিবাদীবাগ থেকে যাত্রা শুরু করে বিরাটির দিকে যাচ্ছিল। মহাজাতি সদনের সামনে পৌঁছনোর পর হঠাৎই বাসের ইঞ্জিনে আগুন ধরে যায়। ধোঁয়া বের হতে শুরু করে সেখান থেকে। এর পরেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।
বাসের চালক দ্রুত বাস থামিয়ে দেন। যাত্রীরা নেমে আসেন বাস থেকে। খবর দেওয়া হয় দমকলে। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর ঘটনার জেরে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে যাত্রীরা সুস্থতা রয়েছেন বলে জানা গিয়েছে।