হাওড়া-মালদা ইন্টারসিটি এক্সপ্রেসে ভয়াবহ আগুন। শনিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ মুর্শিদাবাদের ডাহাপাড়া হল্ট স্টেশনে দাউদাউ করে জ্বলে ওঠে। চলন্ত ট্রেন থেকে ধোঁয়া বের হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এই কারণে স্টপেজ না থাকা সত্ত্বেও ডাহাপাড়া হল্টে দাঁড় করাতে হয় ট্রেন।
Srijan Bhattacharya: যাদবপুর চষছেন সৃজন , প্রচারে 'রোটি,কাপড়া, মাকান'
জানা যায়- কামরার নিচে একটি ডিজেল পাইপ লিক করে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছিল। কিছুক্ষণের মধ্যে ধোঁয়া আয়ত্তে এলে পুনরায় যাত্রী সহ ট্রেনটি রওনা দেয় আজিমগঞ্জ জংশনের উদ্দেশে।