একই দিনে জোড়া বিপর্যয়। মঙ্গলবার বিকালে মহানায়ক উত্তম কুমার স্টেশনে একটি ভায়াডাক্টে আগুন লেগে যায়। তার জেরেই বেশ কিছুক্ষণ মেট্রো পরিষেবা বন্ধ থাকে। প্রবল ভোগান্তির শিকার হন যাত্রীরা। অন্যদিকে মঙ্গলবার সকালে অফিস টাইমে শোভাবাজার সুতানুটি স্টেশনে যান্ত্রিক গোলোযোগের জেরে বন্ধ হয়ে যায় একটি রেক। তার জেরে একাধিক স্টেশনে মেট্রো পরিষেবা সাময়িক বন্ধ হয়ে যায়।
মেট্রো সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল ৪টে ৪০ মিনিট নাগাদ মহানায়ক উত্তমকুমার স্টেশনে আগুন জ্বলতে দেখতে পাওয়া যায়। ভায়াডাক্ট থেকে ওই আগুন বের হতে থাকে। তার জেরে সাময়িক মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যায়। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তারপর বেশ কয়েক ঘণ্টা পর মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়।
অন্যদিকে মঙ্গলবার সকালে যান্ত্রিক গোলোযোগের জেরে সমস্যায় পড়েন যাত্রীরা। শোভাবাজার সুতানুটি স্টেশনে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে একটি মেট্রোর রেক। ওই রেকটিতে সমস্যা থাকার কারণেই সমস্যা তৈরি হয়েছিল।