ভয়াবহ আগুনে ভষ্মীভূত দার্জিলিংয়ের অর্কিড গবেষণাকেন্দ্র (Darjeeling Orchid Research Center)। মঙ্গলবার সকালে দ্বিতল ভবনে আগুন লাগে। আগুনে দামি রেফ্রিজারেটার, এসি, গবেষণাপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে দমকলের ইঞ্জিন। কিন্তু ততক্ষণে ভবনের সিংহভাগই পুড়ে গিয়েছে। জানা গিয়েছে, বিদ্যুতের মিটার বক্সের পিছনে আগুন জ্বলতে দেখা যায়। সেই আগুন মুহূর্তে ভয়ঙ্কর হয়ে ওঠে। আগুনে লক্ষ লক্ষ টাকার সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে অনুমান।
আরও পড়ুন: ভিড়ে ঠাসা হোটেল-হোম স্টে, পর্যটকদের জন্য বাড়ির দরজা খুলে দিচ্ছেন দার্জিলিংবাসী