ক্লাস চলাকালীন আগুন লাগল কলকাতার একটি স্কুলে। ঘটনাটি ঘটেছে তালতলার লি মেমোরিয়াল স্কুলে। সেসময় ক্লাস চলছিল, ফলে আতঙ্কিত হয়ে পড়ে পড়ুয়ারা। তিনটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
কখন আগুন লাগে?
জানা গিয়েছে, ক্লাস চলাকালীন হঠাৎ আগুন দেখতে পান পড়ুয়া ও শিক্ষকরা। বেলা ১২টা ১৫ নাগাদ দমকলে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কী কারণে আগুন লাগে?
যদিও কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। তবে দমকল আধিকারিকদের প্রাথমিক ধারণা শর্ট শার্কিট থেকে আগুন লেগেছে। এদিকে আগুন লাগার পর পড়ুয়াদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়। সেকারণে হতাহতের কোনও খবর নেই।