আগুন লাগল কলকাতার ইলিয়ট রোডের একটি গুদামে। সন্ধে সাড়ে ৭টা নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে ৬টি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ করছে।
জানা গিয়েছে, যে গুদামে আগুন লেগেছে সেখানে সুগন্ধি দ্রব্য এবং প্ল্যাস্টিকের সামগ্রী ছিল। এছাড়াও একাধিক ঘরে চকলেট, চিপস, সিগারেট মজুত ছিল বলেও জানা গিয়েছে। কী থেকে আগুন লেগেছে তা এখনও জানা জায়নি।
এদিকে ওই এলাকাটি ঘন বসতিপূর্ণ হওয়ায় বাড়ছে চিন্তা। দাহ্য বস্তু মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যা হচ্ছে বলে খবর।