কলকাতায় ভোরবেলায় অগ্নিকাণ্ড। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের মহম্মদ আলি পার্কের কাছে একটি তেল বোঝাই ট্যাঙ্কার উল্টে যায়। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চালকের। রাস্তার ধারে থাকা বাড়িতেও আগুন ক্রমশ ছড়িয়ে পড়েছে। এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। প্রথমে ঘটনাস্থলে ২টি ইঞ্জিন আসে। পরে আরও ৮টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
দমকল সূত্রে খবর, বুধবার ভোর পাঁচটা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে তেলের ট্যাঙ্কারটি উল্টে যায়। এই দুর্ঘটনার পরেই সেটি থেকে তেল বের হতে শুরু করে। ওই তেলে আগুন লেগে যায়। তেল ছড়িয়ে পড়ায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। বাসিন্দাদের সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: পাখির চোখ লোকসভা নির্বাচন, জঙ্গলমহল সফর শেষ করেই মেদিনীপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী