বৃহস্পতিবার সকালে কলকাতায় অগ্নিকাণ্ড । এদিন সকাল ১০টা নাগাদ গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের একটি বহুতলে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা । ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৭টি ইঞ্জিন । জানা গিয়েছে,ওই বহুতলে একাধিক সরকারি দফতর আছে । তবে, আগুন লাগার সময় ভিতরে কেউ ছিলেন না বলেই খবর । দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল ।
জানা গিয়েছে, গণেশচন্দ্র অ্যাভিনিউর বিল্ডিংয়ের পাঁচতলায় রয়েছে রাজ্য সরকারের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের (PHE) একটি কার্যালয় । সকাল ১০ টা নাগাদ সেখানেই আগুন লাগে । ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে । প্রচুর ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে । কম্পিউটার-সহ একাধিক জরুরি মেশিন এবং নথিপত্র আগুনে পুড়ে যেতে পারে বলে অনুমান ।
তবে কী থেকে আগুন লাগল, তা এখনও জানা যায়নি ।