Dakkhineswar Temple: দক্ষিণেশ্বর কালী মন্দিরের নামে টুইটারে ভুয়ো অ্যাকাউন্ট, পুলিশে অভিযোগ দায়ের

Updated : Jul 15, 2022 11:14
|
Editorji News Desk

কালী বিতর্কের মধ্যেই এবার দক্ষিণেশ্বর (Dakshineswar) মন্দিরের নামে ভুয়ো টুইটার (Twitter) অ্যাকাউন্ট। বিষয়টি চোখে পড়তেই পুলিশের কাছে অভিযোগ জানায় মন্দির কর্তৃপক্ষ। বৃহস্পতিবারের বারাকপুরের পুলিশ কমিশনারকে মন্দিরের তরফ থেকে একটি অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। অভিযোগের কপি পাঠানো হয়েছে কলকাতার পুলিশ কমিশনার ও লালবাজারের (Lal Bazar) গোয়েন্দাপ্রধানকেও। ইতিমধ্যেই বারাকপুর কমিশনারেটের সাইবার শাখা এই ব্যাপারে তদন্ত শুরু করেছে বলেই খবর। 

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার ভক্তদের নজরে আসে একটি টুইট। যে অ্যাকাউন্টটি থেকে টুইট করা হয়েছে, সেটিকে দক্ষিণেশ্বর কালীমন্দিরের ‘অফিসিয়াল টুইটার’ পরিচয় দিয়ে নেটিজেনদের স্বাগত জানানো হয়। অন্য একটি টুইটে কিছু মন্তব্য করা হয়। যা বিদ্বেষমূলক বলে অভিযোগ উঠেছে। দক্ষিণেশ্বর মন্দির কমিটির তরফে কুশল চৌধুরী তাঁর অভিযোগপত্রে জানিয়েছেন, দক্ষিণেশ্বর মন্দিরের নামে ভুয়ো টুইটার অ্যাকাউন্ট খোলার বিষয়টি তাঁদের নজরে এসেছে। মন্দির কর্তৃপক্ষর বক্তব্য দাবি করে টুইটারে কিছু বক্তব্যও পেশ করা হয়েছে। কিন্তু ওই বক্তব্য আদৌ মন্দির কর্তৃপক্ষের নয় বলেই দাবি তাঁদের। 

আরও পড়ুন- Sovan-Baisakhi: শোভনের জন্মদিনে বৈশাখীর মহা আয়োজন, সপরিবারে উদযাপনের ছবি শেয়ার সোশ্যাল মিডিয়ায়

দক্ষিণেশ্বর কালীমন্দির কর্তৃপক্ষ ও দেবোত্তর এস্টেটের কোনও টুইটার অ্যাকাউন্ট নেই। কিছু ব্যক্তি সাধারণ মানুষ ও ভক্তদের বিভ্রান্ত করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘দক্ষিণেশ্বর কালী টেম্পল’এর নাম করে ভুয়া টুইটার অ্যাকাউন্ট তৈরি করেছে বলেই দাবি। মন্দির কর্তৃপক্ষ যে অভিযোগপত্রটি মেল করে পাঠিয়েছে, তারই ভিত্তিতে এফআইআর করার আবেদন জানানো হয়েছে। তদন্তে অভিযুক্তকে শনাক্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা ও ভুয়ো টুইটার অ্যাকাউন্টটি ব্লক বা বন্ধ করে দেওয়ার অনুরোধও জানানো হয়েছে। 

FIRTwitter Accountfake accountsdakkhineshwar temple

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর