আকাশ থেকে জঙ্গলে এসে পড়ে বিশালাকৃতির ধাতব বস্তু। তা নিয়ে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের ধামোচা এলাকায়। ঘটনাটি ঘটে সোমবার দুপুর নাগাদ। পুলিশ ওই ধাতব বস্তুকে ঘিরে রাখে। অজানা বস্তুটির কিছু অংশ ভেঙেও গিয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ গিয়ে জঙ্গলে পড়ে থাকা ওই বস্তুটি ঘিরে ফেলে। কলাইকুন্ডা যুদ্ধবিমান ঘাঁটিতেও খবর দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, ধাতব বস্তুটি যুদ্ধিমানের বাড়তি অয়েল ট্যাঙ্কার।
সোমবার দুপুরে হঠাৎ বিকট শব্দ করে ওই বস্তুটি ধামোচার জঙ্গলে এসে পড়ে। স্থানীয় বাসিন্দারা আকাশে একটি বিমানকে চক্কর খেতে দেখেন। এরপরই জঙ্গলে পড়ে ওই বস্তুটি। পুলিশ এলেও ওই বস্তুটি দেখার জন্য ভিড় জমান স্থানীয় বাসিন্দারা।