প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ল বায়ুসেনার একটি বিমান। ঘটনাটি ঘটেছে খড়গপুর থানার অন্তর্গত মুরকুনিয়া গ্রামে। যদিও প্যারাসুটের মাধ্যমে নেমে প্রাণে বেঁচে গিয়েছেন ওই বিমানের মধ্যে থাকা দুই পাইলট।
কী জানিয়েছেন স্থানীয়রা?
স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটে বিকেল ৩টে ৩৫ নাগাদ। বিকট শব্দে স্থানীয় একটি জমিতে ভেঙে পড়ে বিমানটি। খবর পেয়ে কলাইকুন্ডা এয়ারবেসের বায়ুসেনার আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন।
এদিকে সোমবার সাঁকরাইল ব্লকে একটি দুর্ঘটনা ঘটে। ওই এলাকার পেঁচাবিদা ও চেমটিডাঙা এলাকার মধ্যে একটি বোমা পড়ে। প্রবল শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। যদিও কোনও হতাহত হয়নি। বায়ুসেনার তরফে জানানো হয়েছে, তাদের মহড়া চলছিল। সেকারণেই মাঠের মাঝে বোমা পড়েছিল।