RG Kar Case: সেই রাতে আরজি করের সিসিটিভি ফুটেজে ছিল আরও কয়েকজন, কী তাদের পরিচয়, তদন্তে সিবিআই

Updated : Sep 18, 2024 14:58
|
Editorji News Desk

আরজি কর মেডিক্যাল কলেজে ঘটনার সময়ে ঠিক কারা কারা ছিলেন, সেই প্রশ্নের উত্তরই খুঁজছে সিবিআই। মঙ্গলবার আদালতে সিবিআই আধিকারিকরা জানিয়েছেন যে, যে সিসিটিভি ফুটেজ তাঁদের হাতে রয়েছে, তাতে মূল অভিযুক্ত ছাড়াও, আরও কয়েকজনকে দেখা গিয়েছে। কাদের দেখা গিয়েছে সেই ফুটেজে? কারা ছিলেন ওইসময় আরজি করের ওই স্থানের সিসিটিভি'র নাগালের মধ্যে? সেই উত্তর এখনও জানা যায়নি। তবে, এই বিষয়টি নিয়ে যে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে, সে কথাও স্পষ্ট করে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরজি করের মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সিবিআই হেফাজত শেষে অভিযুক্তদের শিয়ালদহ আদালতে হাজির করানো হয়েছিল। সেই শুনানির সময়েই সিবিআই আদালতে সিসিটিভি প্রসঙ্গ উল্লেখ করে।

উল্লেখ্য, আরজি করের ঘটনায় ধৃত কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলের পূর্ব পরিচিত। মঙ্গলবার আরজি কর মামলার শুনানিতে শিয়ালদহ আদালতে এই দাবি করে সিবিআই। যদিও সিবিআইয়ের এই দাবি উড়িয়ে দিয়েছেন অভিজিতের আইনজীবী। পাল্টা আদালতকে তিনি জানিয়েছেন, এই মামলায় তাঁর মক্কেল তদন্তকারী অফিসার ছিলেন না। সহকারী হিসাবে কাজ করেছিলেন মাত্র। 

তবে আরজি করের ঘটনায় অভিজিতের গ্রেফতারি ভাবাচ্ছে পুলিশের নীচুতলার কর্মীদের। সোমবারই সার্ভে পার্কে অভিজিতের বাড়িতে গিয়ে পাশে থাকার বার্তা দিয়েছিলেন কলকাতা পুলিশের পদস্থ কর্তারা। তার পরেও লালবাজারের অন্দর থেকে যেন একটা চাপা ক্ষোভের আভাস পাওয়া যাচ্ছে। সেই চাপা আভাসকে আয়ত্তে আনতে এই পরিস্থিতিতে কী করণীয়, তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। নেওয়া হয়েছে বেশ কিছু প্রস্তাব। 

সেই প্রস্তাবের মধ্যে অগ্রাধিকার দেওয়া হয়েছে অভিজিতের পরিবারের পাশে দাঁড়ানোর বিষয়টি। তাঁকে আইনজীবী দিয়ে সাহায্য করা। আর সেই কারণে তিন পদস্থ কর্তাকে অভিজিতের বাড়িতে পাঠানো হয়েছিল ফোর্সের তিন পদস্থ কর্তাকে। এমনকী, সিবিআইয়ের বিরুদ্ধে পাল্টা অভিযোগ জানতে আইনী সাহায্য করা হয়েছে অভিজিৎ মণ্ডলের স্ত্রী সঙ্গীতা মণ্ডলকেও। 

এই পরিস্থিতিতে আরজি করের ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার এই পুলিশ কর্মীকে পেশ করা হয়েছিল শিয়ালদহ আদালতে। তাঁকে ফের তিন দিনের হেফাজতে নিয়েছে সিবিআই। এদিনও আদালতে সিবিআই দাবি করেছে, সন্দীপ ঘোষের সঙ্গে এই ঘটনায় জড়িত টালা থানার তৎকালীন ওসি। আর সেই কারণে, এই দু জনকে আরও জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

RG Kar Case

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর