বাবাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের আন্দারফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার নয়নেশ্বরী গ্রামে। মৃতের নাম অভিরাম দাস। এবং অভিযুক্তের নাম লক্ষ্মণ দাস। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, অভিরাম দাস লক্ষ্মণের বাড়িতে থাকতেন। কিন্তু প্রতিদিন তাঁর বড় মেয়ে সুজলার শ্বশুরবাড়িতে খেতে যেতেন। কিন্তু শুক্রবার রাতে খেতে না যাওয়ায় সন্দেহ হয় সুজলার। বাবার খোঁজ নিতে লক্ষ্মণের বাড়িতে গিয়ে দেখেন তাঁর বাবা মৃত অবস্থায় পড়ে রয়েছেন।
Read More- দক্ষিণের ৪ জেলায় তাপপ্রবাহের সতর্কতা, উত্তরে বৃষ্টির সম্ভাবনা! জানুন আবহাওয়া আপডেট
সুজলার অভিযোগ, দাদা লক্ষ্মণ সর্বদা নেশা করে থাকতেন। শুক্রবারও নেশা করে বাড়ি ফিরেছিলেন। তারপর সম্পত্তি নিয়ে অশান্তি শুরু হয়। সেসময়ই কুড়ুল দিয়ে অভিরাম দাসের গলায় আঘাত করেন। মাটিতে পড়ে যাওয়ার পর কোপাতে থাকেন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিরাম দাসের।
ইতিমধ্যে লক্ষ্মণ দাসকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে জেরা করে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে।