হাইকোর্টের রায়ে চাকরি গিয়েছে ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মীর । সেই তালিকায় নাম রয়েছে তাঁরও । চাকরি হারিয়ে স্বাভাবিকভাবেই কোনও দিশা খুঁজে পাচ্ছেন না সাগ্নিক জানা । বাড়িতে স্ত্রী ও সন্তান । এতদিন কাজের প্রয়োজনে তাঁদের নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন । কিন্তু, চাকরি হারানোর পর ছাড়তে হয়েছে ভাড়ার ঘর । ফিরতে হয়েছে বাবার বাড়িতে । কিন্তু, সেখানেও ঠাঁই হয়নি তাঁর । দীর্ঘক্ষণ স্ত্রী ও সন্তানকে নিয়ে বাড়ির বাইরে অপেক্ষা করলেও ঘরে ঢুকতে দেয়নি তাঁর বাবা । ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায় ।
পূর্ব মেদিনীপুরের খেজুরি দু'নম্বর ব্লকের মাকলাসি গ্রামের ঘটনা । জানা গিয়েছে, চাকরি যাওয়ার পর সাগ্নিক ছেলে, স্ত্রীকে নিয়ে বাড়িতে যান । কিন্তু, তাঁর বাবা তাঁদের ঢুকতে দেয়নি । জানা গিয়েছে, বীরেন্দ্রনাথ জানা পেশায় হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। ছেলে বাড়ি ফিরলেই তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেন । ঘরেও ঢুকতে দেননি বলে অভিযোগ । পরে অবশ্য পুলিশ এসে গ্রামবাসীদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
সাগ্নিক জানার অভিযোগ, তাঁর বিয়ে কোনওদিনই মেনে নেননি বাবা । তাই এই সমস্যা । অনেকবার বাবাকে বোঝানোর চেষ্টা করলেও, কোনও লাভ হয়নি । একইসঙ্গে বাবার বিরুদ্ধে হুমকিরও অভিযোগ তুলেছেন ওই শিক্ষক ।