নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার রাজ্যের আর এক তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, নিয়োগের নাম করে কয়েক কোটি টাকা তুলেছিলেন বড়ঞার বিধায়ক। সিবিআইয়ের এই দাবির মধ্যেই বিধায়ক ছেলের বিরুদ্ধে অভিযোগ করলেন জীবনকৃষ্ণের বাবা বিশ্বনাথ সাহা। অভিযোগ তাঁর প্রাপ্য লাইসেন্স ঘুষ খেয়ে অন্যের কাছে বিক্রি করে দিয়েছিল বিধায়ক ছেলে জীবনকৃষ্ণ। জীবনের গ্রেফতারিতে অনুতপ্ত নন বিশ্বনাথ। বরং ছেলে তাঁরই ক্ষতি করেছিল বলে অভিযোগ বাবার।
দীর্ঘ ৬৪ ঘণ্টা জেরার পর সোমবার ভোরে গ্রেফতার করা হয় রাজ্যের তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে। তারপরেই ছেলের বিরুদ্ধে কার্যত বিস্ফোরক অভিযোগ করেন বাবা বিশ্বনাথ সাহা। বীরভূমের সাঁইথিয়ায় একটি চাল কলের মালিক বিশ্বনাথ। তাঁর দাবি, ছেলের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। এমনকী কী ভাবে জীবনকৃষ্ণ বিধায়ক হয়েছেন, তা-ও তিনি জানেন না। কারণ, ছেলেই তাঁর সর্বনাশ করেছেন। প্রাপ্য লাইসেন্স ঘুষ দিয়ে অন্যকে বিক্রি করে দিয়েছেন।
জীবনকৃষ্ণের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগও করেছেন বিশ্বনাথ। গোডাউন দখল করে পার্টি অফিস তৈরি করার অভিযোগ করা হয়েছে। জীবনের গ্রেফতারিতে তাঁর উপর অত্যাচার শেষ হল বলেই মনে করেন বিধায়কের বাবা বিশ্বনাথ সাহা।