বাড়ির অমতে বিয়ে করার জন্য বনগাঁয়(Bangaon) আক্রান্ত ২। বাড়ির অমতে ভালবাসার মানুষটিকে বিয়ে করে বাড়ি ফিরছিলেন মেয়ে। কিন্তু বাড়ি ফেরার রাস্তাতেই আক্রমণ বাবার। অভিযোগ, মেয়ের শরীরে দা দিয়ে কোপ(Chopping) মারেন তিনি। বাঁচাতে গেলে আক্রান্ত হন জামাইও। রবিবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বনগাঁ থানা এলাকার ২২ নম্বর ওয়ার্ডের নয়া গোপালগঞ্জে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জনৈক অরুণ সরকারের মেয়ে জিনিয়া মিস্ত্রির প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর তিনি দ্বিতীয় সম্পর্কে জড়িয়েছিলেন। ভাললাগার মানুষটিকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। কিন্তু মেয়ের দ্বিতীয় বিয়ে(2nd Marriage) নিয়ে ঘোরতর আপত্তি ছিল বাবার। যদিও শেষমেশ বাড়ির অমতেই বিয়ে করেন জিনিয়া। এতদিন শ্বশুরবাড়িতে কাটিয়ে রবিবার কাকার বাড়িতে আসছিলেন তিনি। সেই খবর খবর পেয়েই রাস্তায় ছুটে আসেন তাঁর বাবা। কেন তাঁর মেয়ে ওই পাড়ায় ঢুকেছে, এই দাবি তুলে তাঁকে ও নতুন জামাই, দু’জনের শরীরে দায়ের কোপ বসিয়ে পালিয়ে যান তিনি।
বর্তমানে গুরুতর আহত অবস্থায় বনগাঁ হাসপাতালে(Bangaon Hospital) চিকিৎসাধীন মেয়ে। যদিও তাঁর স্বামীকে প্রাথমিক চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয়। মেয়ে নিজেই বাবার শাস্তির দাবি তুলেছেন। যদিও ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত অরুণ সরকার।