দক্ষিণ দমদম পুরসভার ৬ নং ওয়ার্ডে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বাধা দিতে গিয়ে তৃণমূল বাহিনীর হাতে আক্রান্ত সিপিআইএম-র মহিলা প্রার্থী তানিয়া ঘোষ। ঘটনাস্থল দক্ষিণ দমদম পুরসভার ৬নং ওয়ার্ডের দক্ষিণ সুভাষণগর দেশবন্ধু হাইস্কুল।
এসপিএম প্রার্থী তানিয়া ঘোষের অভিযোগ বুথে পাঁচ জন ছেলে ছাপ্পা ভোট দিতে ঢোকে। বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁর গায়ে হাত তোলা হয় বলেও অভিযোগ করলেন সিপিআইএম প্রার্থী।