গত সোমবার 'উৎকর্ষ বাংলা'-এর মঞ্চ থেকে চাকরির নিয়োগপত্র হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের কারিগরি শিক্ষায় শিক্ষিত ছাত্রছাত্রীরা হাতে চাকরির নিয়োগপত্র নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন। কিন্তু অনেকের অভিযোগ, সেটি আসলে প্রশিক্ষণের ‘অফার লেটার’। পরে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ করতে জানা যায়, ওই অফার লেটারটিও ‘ভুয়ো’। এই ঘটনায় বিভ্রান্ত হয়ে পড়েন চাকরিপ্রার্থীরা।
এই তালিকায় আছেন হুগলি জেলার ১০৭ জন পড়ুয়া। কীভাবে সরকারি স্তর থেকে এই ভুয়ো কাগজ বিলি হতে পারে, তা নিয়ে উদ্বিগ্ন তাঁরা। আরও অভিযোগ, অনেকেই নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পর ওই চিঠি পান। অন্যদিকে, গুজরাটের সুরেন্দ্রনগরে সুজ়ুকি মোটর সংস্থায় দু’বছরের জন্য ওই চাকরিপ্রার্থীদের ‘ভেহিকল টেকনিশিয়ান’ হিসেবে প্রশিক্ষণের কথা বলা হয়েছে। কিন্তু সেই সংস্থার সেন্টার ম্যানেজারের দাবি, ওই দাবি সম্বলিত কাগজও ভুয়ো। ফোনে তাঁর সঙ্গে কথা বলার পরেই এই বিষয়ে সরব হন চাকরিপ্রার্থীরা।
আরও পড়ুন- Dengue Vaccine: আতঙ্কের মাঝেই সুখবর! বাজারে আসতে চলেছে ডেঙ্গুর টিকা
চিঠিতে তাঁর ফোন নম্বর-সহ সংস্থার সব তথ্যই বেআইনিভাবে ব্যবহারের অভিযোগ সংস্থার ম্যানেজারের। তাঁর দাবি, গত মঙ্গলবার রাত সাড়ে ৭টা নাগাদ প্রথম এই রাজ্য থেকে ওই ‘অফার লেটার’ সংক্রান্ত ফোন পান তিনি। তাঁর আরও দাবি, এরপর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অন্তত ৫০ জন ফোন করে একই কথা জানান। কিন্তু সংস্থার তরফে কাউকে তাঁরা এমন কোনও চিঠি পাঠাননি। এরপরেই গোটা বিষয়টি তিনি তাঁদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন ওই ম্যানেজার। পাশাপাশি, তাঁরা রাজ্যের সংশ্লিষ্ট দফতরে 'ভুয়ো' নিয়োগপত্রের বিষয়টি জানিয়েছেন।