যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয়েছে জয়দীপ ঘোষ নামে এক প্রাক্তন পড়ুয়াকে। সেই খবর বাড়িতে পৌঁছতেই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন তাঁর মা। ইতিমধ্যে বর্ধমানের বাড়ি থেকে কলকাতার উদ্দেশে রওনা হয়েছেন জয়দীপের বাবা বংশীলাল ঘোষ।
বর্ধমানের কেতুগ্রামের কাঁদরা স্টেশনের কাছে বাড়ি জয়দীপের। ছাত্র মৃত্যুর ঘটনার ২ দিন পর বাড়ি গিয়েছিলেন তিনি। কিন্তু পুলিশের নোটিশ পেয়ে ফের কলকাতায় ফিরে আসেন। সেই নোটিশে তাঁকে অবিলম্বে যাদবপুর থানায় দেখা করার জন্য বলা হয়। এরপর শনিবার গ্রেফতার করা হয় জয়দীপকে। যদিও বংশীলালবাবু জানিয়েছেন, তাঁর ছেলে কোনওভাবেই এই ঘটনার সঙ্গে জড়িত নয়।
গ্রামেই একটি মিষ্টির দোকান রয়েছে বংশীলালবাবুর। তিনি জানান, জয়দীপ হস্টেলে থাকতেন না। বিজয়গড়ে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তিনি। ঘটনার দিন তাঁকে ফোন করে ডেকেছিল বলেই জানিয়েছেন বংশীলাল ঘোষ।
বিশ্ববিদ্যালসূত্রে খবর এর আগেও একাধিকবার নাম জড়িয়েছিল জয়দীপের। বর্তমানে রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়-কে হেনস্থা করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।