সঙ্কট পুরোপুরি কাটেনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee)। তবে শারীরিক পরিস্থিতিতে উন্নতির লক্ষ্মণ দেখা দিচ্ছে। সোমবার হাসপাতাল কর্তৃপক্ষের তরফে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, সকালে তাঁর সিটি স্ক্যান করা হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল।
মেডিক্যাল বোর্ডের সদস্য এক চিকিৎসক জানিয়েছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর রক্তে সিআরপির পরিমাণ কমেছে। অর্থাৎ, রক্তে সংক্রমণের মাত্রা আগের তুলনায় অনেকটাই কম। আগে তাঁর সিআরপি ছিল তিনশো, এখন সেটাই কমে দেড়শোর কাছাকাছি এসেছে।
রক্তে ক্রিয়েটিনিনের মাত্রাও উল্লেখযোগ্য ভাবে কমেছে। ফলে তাঁর শরীরে অ্যান্টিবায়োটিকের পরিমাণ বাড়ানো সম্ভব হয়েছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভেন্টিলেশনের মাত্রা কমানো যায় কিনা, তা নিয়ে চিন্তাভাবনা চলছে।
গত শনিবার দুপুরে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যকে।