কৌশিকী অমাবস্যার রাতে জমজমাট তারাপীঠ । এদিন, মায়ের পুজোকে কেন্দ্র করে লাখ লাখ ভক্তের সমাগম হয়েছে । সকাল থেকে মন্দির চত্বরে ভিড় । লাইন দিয়ে মায়ের পুজো দিয়েছেন । সন্ধেবেলাতেও সাজো সাজো রব মন্দির চত্বরে ।
সন্ধেবেলায় যেন অন্যরূপ মন্দির চত্বরের । নানা রকম আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মায়ের মন্দির । আলোয় ঝলমল করছে চারপাশ । ভক্তদের ঢল নেমেছে । ঘণ্টা, কাসর বাজিয়ে, ধূপ-দ্বীপ দিয়ে মহাসমারোহে মায়ের সন্ধ্যারতি সম্পন্ন হল । রাতের বেলাতেও বিশেষ ষজ্ঞের আয়োজন করা হয় বলে জানা গিয়েছে ।
ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে তারাপীঠে কৌশিকী অমাবস্যার পুজো হয় । তন্ত্র ও শাস্ত্র মতে দুই পদ্ধতিতেই এই তিথি সাধনার জন্য বিশেষ যোগ । বিশ্বাস, ভক্তরা মন্দিরে মায়ের পুজো দিলে বিশেষ ফল লাভ করে । প্রত্যেক বছরই এই পুজোকে কেন্দ্র করে দূর-দূরান্ত থেকে ভক্ত সমাগম হয় তারাপীঠ মন্দিরে । এবারও তার অন্যথা হয়নি ।