শিয়ালদহ মেন এবং বনগাঁ শাখার রেলযাত্রীদের জন্য সুখবর। ওই শাখার সমস্ত লোকাল ট্রেনকে ১২ কামরা করার পরিকল্পনা নিয়েছে রেল। এর জন্য শিয়ালদহ স্টেশনের কয়েকটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধির কাজ চলবে।
কী কী সমস্যা?
শিয়ালদহ শাখায় ১২ কোচের ট্রেন চালানোর ক্ষেত্রে রয়েছে বেশ কয়েকটি সমস্যা। মূলত একাধিক প্ল্যাটফর্ম ছোটো। যার ফলে ১২ কোচের ট্রেন দাঁড় করাতে সমস্যা হয়। এর পাশাপাশি স্টেশনের দৈর্ঘ্য বৃদ্ধি করলেও সিগন্যালিং ব্যবস্থার পরিবর্তন আনা জরুরি। সেক্ষেত্রে পাওয়ার ব্লক করা জরুরি হয়ে পড়ে। যা শিয়ালদহ শাখার ক্ষেত্রে বেশ সমস্যার।
প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ
সূত্রের খবর ইতিমধ্যে রেলের তরফে ১২ কোচের রেল চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেকারণে শিয়ালদহ স্টেশনের ১,২,৩,৪ নম্বর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়ানোর কাজ শুরু করছে রেল। আগামী রবিবার থেকে পুরোদমে এই কাজ শুরু হবে বলে জানা গিয়েছে।
এবিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, যাত্রীদের সুবিধার জন্যই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়ানোর কাজ চলছে। এর ফলে ১২ কোচের ট্রেনের পরিষেবা বেশি করে পাওয়া যাবে।